অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁদের পরিবারের সদস্যদের ২০২৪-২৫ অর্থ বছরে মাসিক/এককালীন ক্রীড়াভাতা প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ সংক্রান্ত।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁদের পরিবারের সদস্যদের ২০২৪-২৫ অর্থবছরে মাসিক/এককালীন ক্রীড়াভাতা প্রদানের লক্ষ্যে অনলাইনে ক্রীড়াসেবীদের আবেদন দাখিলের আহ্বান জানানো যাচ্ছে। ফাউন্ডেশনের ওয়েবসাইট www.bkkf.org.bd এর অভ্যন্তরীণ ই-সেবা বক্স বা এই লিংকে https://bkkf.worldtechbd.xyz প্রবেশ করে ব্যক্তিগত মোবাইল নম্বরের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে আবেদন দাখিল করতে হবে।
নিম্নোক্ত তথ্যাদির সংযুক্তি বাধ্যতামূলক:
* পাসপোর্ট সাইজের ছবি, ব্যক্তিগত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনপত্র
* আবেদনকারীর নিজস্ব ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের ও শাখার নাম, শাখার রাউটিং নম্বর এবং ব্যাংক কর্তৃক নিজস্ব হিসাব নম্বরের প্রমাণক; ক্রীড়া সম্পৃক্ততার সনদ (ফেডারেশন/বিভাগীয় ক্রীড়া সংস্থা/ জেলা ক্রীড়া সংস্থা/ক্রীড়া ক্ষেত্রে সফলতার অন্যান্য সনদ): মৃত ক্রীড়া সেবীর পক্ষে আবেদনের ক্ষেত্রে মৃত ক্রীড়া সেবীর মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ;
* সকল সনদ ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত।
অনলাইন আবেদন দাখিলের জন্য উল্লিখিত শর্তসমূহ সঠিকভাবে অনুসরণ করে আগামী ১৯-১২-২০২৪ তারিখ সকাল ১০:০০ টা হতে ১০-০১-২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস